রাজশাহীতে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের শীতের উষ্ণ উপহার বিতরণ
“দু:খে যাদের জীবন কাটে কষ্টে কাটে রাত, তাদের জন্য বাড়িয়ে দেব ভালোবাসার হাত” এই স্লোগানকে নিয়ে জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীতে শিশুদের মাঝে শীতের উষ্ণ উপহার প্রদান করা হয়েছে।
রাজশাহী মহানগরী শাখার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মেহেদীর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী ফুলকুঁড়ি আসরের সাবেক পরিচালক আব্দুর রহিম এবং রাজশাহী মহানগরী ফুলকুঁড়ি আসরের পরিচালক মো.মোজাম্মেল হক।
এসময় পঞ্চাশ জন শিশুর হাতে শীতের নতুন পোশাক তুলে দেয়া হয়। শিশুরা শীতের নতুন পোশাক পেয়ে অনেক উচ্ছ্বসিত হয়ে ওঠে এবং ফুলকুঁড়ি আসরকে ধন্যবাদ দেয়। ফুলকুঁড়ি আসরের রাজশাহী মহানগরী শাখার পরিচালক আমাদের জানান যে, ‘‘আমরা শিশুদের মাঝে শীতের উষ্ণ উপহার প্রদান করে নিজেদের শিশুদের প্রতি মমত্ত্ববোধ বিকাশে কাজ করে যাচ্ছি। সমাজের বিত্তশালীদের একাজে এগিয়ে আসা প্রয়োজন।”
শিশুদের মাঝে এমন কাজ সত্যিই প্রশংসনীয়।