চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে মৃত্যুর অর্ধেকের বেশি শিশু

চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে। গতকাল একজন সহ এ পর্যন্ত ২৪ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। তাদের মধ্যে ১৩ জনই শিশু। আক্রান্তদের মধ্যে শিশু রয়েছে ৬০৪ জন। চিকিৎসকেরা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের মধ্যে জটিলতা বেশি হচ্ছে। দ্রুত তাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অনেক শিশুকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিতে হচ্ছে।

এদিকে গতকাল বুধবার নতুন করে আরো ১১১ জন আক্রান্ত হয়েছেন। তাদের নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা দুই হাজার ৩৫২ জন। হাসপাতালে ভর্তি আছেন ২৭৩ জন। আর সুস্থ হয়েছেন দুই হাজার ৭৯ জন।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে মহানগরীর বাসিন্দা এক হাজার ৬৯১ জন। আর জেলার ১৫টি উপজেলায় আক্রান্তের সংখ্যা ৬৬১ জন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি হলেও মৃত্যুর শীর্ষে রয়েছে শিশুরা। চলতি বছরের গতকাল পর্যন্ত ২৪জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে শিশু ১৩ জন। মহিলা পাঁচ জন এবং পুরুষ ছয়জন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। গতকাল পর্যন্ত এক হাজার ৮৯ জন পুরুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। মহিলার সংখ্যা ৬৫৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924