শীতের তীব্রতায় শিশুদের পাশে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর
সারাদেশব্যাপী ডিসেম্বর এবং জানুয়ারি মাস জুড়ে লক্ষ্য করা গেছে শীতের তীব্রতা। তাপমাত্রা অবনতি আর হাড় কাঁপানো শীতে অসহায় মানুষের স্বাভাবিক জীবন বিপর্যস্ত হয়ে পড়ে এই সময়। ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসে জনজীবন অনেকটা স্থবির হয়ে পড়ে। শীতের কারণে অসহায় মানুষজন চরম দুর্ভোগে জীবন অতিবাহিত করে। হাড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে গ্রাম ও বস্তির মানুষজন খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করে। এসময় বেশি বিপাকে পড়ে বয়স্ক ও শিশুরা। তারা আক্রান্ত হয় ঠাণ্ডাজনিত নানা রোগে।
শিশুদের এমন কষ্টে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, রাজশাহী, রংপুর, কুমিল্লা, সিরাজগঞ্জ, পঞ্চগড়, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, টাঙ্গাইল, ঠাকুরগাঁওসহ দেশের নানা স্থানে শিশুদের জন্য শীতের উষ্ণ উপহার নিয়ে শিশুদের পাশে দাঁড়ায় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর। সারাদেশব্যাপী সহস্রাধিক শিশুদের হাতে তুলে দেয় শীতের উষ্ণ পোশাক।
উল্লেখ্য, ১৯৭৪ সালে প্রতিষ্ঠা লাভ করার পর থেকেই দেশের সেবায় কাজ করে যাচ্ছে সংগঠনটি। ২০২৪ সালকে সুবর্ণজয়ন্তীর বছর হিসেবে পালন করছে সংগঠনটি। শিশুদের সেবায় সেবা ব্যাংক নামক বিশেষ প্রকল্প চালু আছে ফুলকুঁড়ি আসরের, যার মাধ্যমে শিশুদের শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, বৃত্তিসেবা ও শিশু বিকাশ কার্যক্রম পরিচালিত করে আসছে সংগঠনটি।