রুশ হামলায় ইউক্রেনে ৫০০ শিশু নিহত
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটির ৪৮৭টি নিহত হয়েছে।
এছাড়া আরও ৯৫৪টি শিশু গুরুতর আহত হয়েছে। জাতিসংঘের শিশুবিষয়ক দপ্তর ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। খবর সিএনএনের।
ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার জানিয়েছেন, এ সংখ্যা আনুমানিক। প্রকৃত সংখ্যা এরচেয়ে অনেক বেশি হতে পারে।
তিনি বলেন, এ যুদ্ধ শিশুদের জীবন বিপন্ন করে তুলেছে। পঙ্গু হয়ে গেছে অনেকে। ক্ষুধা আর দারিদ্রতা এখন তাদের নিত্য সঙ্গী।