বাড়ি ফেরা হলো না শিশু ঝর্নার

টাঙ্গাইলের নাগরপুরে ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঝর্না (৬) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আল-আমিন (২৪) নামে আরেক যুবক। তিনি কালীহাতি উপজেলার হাসান মোল্লার ছেলে।

শনিবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের শিব কাঠুরী এলাকার উপেন্দ্র সরবরের (দীঘি) দক্ষিণ পাশে টাঙ্গাইল-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত শিশু ঝর্ণা দেলদুয়ার উপজেলার শানপাড়া গ্রামের মো: আব্বাস আলীর মেয়ে। সে তার মায়ের সাথে দৌলতপুর থেকে সিএনজি যোগে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে সংঘর্ষ হলে ঝর্ণা গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয়রা তাকে নাগরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: সাহেদ আল ইমরান বলেন, ‘বিকেল ৫টার দিকে সড়ক দুর্ঘটনায় শিশু ঝর্ণাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।’

নাগরপুর থানার এস আই মো: মনোয়ার হোসেন বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ঝর্ণা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924