নিউমোনিয়ায় ১ মাসে ১০ হাজার শিশু হাসপাতালে

বাগেরহাটের সরকারি হাসপাতালগুলোতে আশঙ্কাজনকহারে বাড়ছে নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। শুধু সরকারি হাসপাতালে গত এক মাসে ১০ হাজারের অধিক শিশু নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছে। গত কয়েকদিনে বাগেরহাট সদর হাসপাতালসহ উপজেলা হাসপাতালে শিশু ওয়ার্ডের ধারণ ক্ষমতার তিন থেকে চারগুণ রোগী ভর্তি হচ্ছে।

শিশু ওয়ার্ডে শয্যা সঙ্কটের কারণে হাসপাতালের মেঝে ও বারান্দায় চিকিৎসা দেওয়া হচ্ছে। জেলার ৯টি উপজেলায় গত ১৫ আগস্ট থেকে নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, এসব শিশুর অর্ধেকই নিউমোনিয়ায় আক্রান্ত।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মূলত ভাদ্র মাসের গুমোট গরম, হঠাৎ বৃষ্টিসহ আবহাওয়া পরিবর্তনের কারণে উপকূলীয় জেলা বাগেরহাট সদরসহ ৯টি উপজেলায় নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। প্রতিবছর আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হলেও হঠাৎ গত ১৫ আগস্ট থেকে জেলাজুড়ে এ রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকে। এখন প্রতিদিন নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের নিয়ে বাগেরহাট সদর হাসপাতালসহ জেলার উপজেলা হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকগুলোতে ছুটে আসছেন অভিভাবকরা।

বাগেরহাট সদর হাসপাতাল শিশু বিশেষজ্ঞ ডা. শিহান মাহমুদ জানান, বাগেরহাট সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে বেডের সংখ্যা ২৪টি। গত ১৫ আগস্ট থেকে নিউমোনিয়া আক্রান্ত শিশুর সংখ্যা অস্বাভাবিকহারে বেড়ে যাওয়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924