দুঃস্থ শিশুদের মাঝে ফুলকুঁড়ি আসরের ঈদ উপহার প্রদান
করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের গাইবান্ধা জেলা শাখা দুঃস্থ শিশুদের মাঝে ঈদ উপহার প্রদান করে।
“একটুখানি সহযোগিতা, ভালোবাসার হাত
তাদের মনেও ছড়িয়ে দিবে, ঈদ আনন্দের স্বাদ”
এই স্লোগানকে প্রতিপাদ্য করে গাইবান্ধা জেলা শাখা মোট ২০০ জন সুবিধাবঞ্চিত শিশুদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করে।
শাখা পরিচালক মোঃ মেহেদী হাসান মুন্নার ব্যবস্থাপনায় ও সোহানুর রহমান সোহানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাখার সাবেক পরিচালক এম আই সুমন সরকার। আরো উপস্থিত ছিলেন আসরের কর্মিপরিষদ সদস্যবৃন্দ।