ঢাকা মেডিকেলে বিনা পয়সায় করোনা পরীক্ষা
এবার করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা করা যাবে দেশের সর্ববৃহৎ সরকারি চিকিৎসাসেবা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। করোনাভাইরাসের লক্ষণ নিয়ে আসা যেকোনো রোগী সরাসরি হাসপাতালে হাজির হয়ে বিনা পয়সায় এই পরীক্ষা করাতে পারবেন। তিন থেকে চার ঘণ্টার মধ্যেই করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষার ফলাফল জানা যাবে।
করেনা শনাক্তকরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুজনের নমুনা সংগ্রহ করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলোজি বিভাগ। আজ বৃহস্পতিবার থেকে করোনাভাইরাস শনাক্তে পরীক্ষার কার্যক্রম শুরু হবে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। তিনি বলেন, ‘করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করার বিষয়টি চালু করার জন্য আমরা কয়েক দিন থেকে কাজ করে আসছি। আমাদের হাসপাতালে আগে থেকে একটা পিসিআর মেশিন ছিল। করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করার জন্য আনুষঙ্গিক আরও অনেক মেডিকেল ইকুইপমেন্ট দরকার। সেগুলো আমরা ইতিমধ্যে সংগ্রহ করেছি। আমাদের মেডিকেল কলেজের ভাইরোলোজি বিভাগের ল্যাবরেটরিতে সেই মেশিনগুলো চালুও করেছি। আমরা আজ বৃহস্পতিবার থেকে করোনা ভাইরাস শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করলাম। আমাদের মেডিকেল কলেজের ভাইরোলোজি বিভাগ পূর্ণমাত্রায় প্রস্তুতি নিয়ে আজই তাদের কার্যক্রম শুরু করেছে। করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা কার্যক্রম পূর্ণাঙ্গভাবে আগামীকাল থেকে আমাদের হাসপাতালে চালু হবে।’কাদের নমুনা সংগ্রহ করা হবে, সে ব্যাপারে ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, যাঁরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হবেন, যাঁরা বহির্বিভাগে সেবা নিতে আসবেন কিংবা যাঁরা হাসপাতালের অন্তর্বিভাগে ভর্তি রয়েছেন, তাঁদের মধ্যে কোনো রোগীর ব্যাপারে চিকিৎসক যদি সন্দেহ করেন, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত, তখন চিকিৎসকের সুপারিশ অনুযায়ী ভাইরোলোজি বিভাগ ওই রোগীর নমুনা সংগ্রহ করবে এবং করোনাভাইরাসের পরীক্ষা করা হবে।
এখনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা মেডিকেল কলেজে বিভিন্ন রোগী আসে। তাদের একটা বড় অংশের না হলেও আমরা লক্ষ করছি, বেশ কিছু রোগীর বিভিন্ন রকমের লক্ষণ এসে যায়। অন্য রোগ নিয়ে এসেছে, সেগুলো আমাদের এক্সক্লুড করার দরকার হয়। সেটা করার ক্ষেত্রে এই ল্যাবরেটরি আমাদের অনেক সাহায্য করবে।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, ‘সম্পূর্ণ বিনা মূল্যে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষার রিপোর্ট জানা যাবে। এই পরীক্ষা করতে রোগীর একটি টাকাও লাগবে না। যদিও পরীক্ষাগুলো খুবই ব্যয়বহুল। সরকারের নির্দেশে বিনা মূল্যে করা হবে।’
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ছয়জন, আক্রান্ত হয়েছে ৫৪ জন। সারা বিশ্বে মারা গেছে ৪২ হাজারের বেশি মানুষ। শুরু থেকে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা করে আসছিল সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।