যেভাবে শিশুর সঙ্গে বন্ধুত্ব করতে পারেন বাবারা

মায়ের কোল শিশুদের নিরাপদ স্থান। মায়ের কোলেই তাদের মানায় বেশ।

তাই বলে কি বাবারা শিশুর বন্ধু হয়ে উঠতে পারেন না? তা কিন্তু নয়। সন্তানের সঙ্গে সম্পর্ক তৈরির সময় হল শৈশব। তখন থেকেই বাবারও তার কাছে যাওয়ার চেষ্টা করা প্রয়োজন।

জন্মের পর শিশুর যত্ন-আত্তিতে মায়েরাই এগিয়ে থাকেন। সেই সূত্রে সন্তান প্রথম কয়েকটা মাস বেশি থাকে মায়ের কোলের কাছেই। সেও এভাবে মায়ের আদরের সঙ্গে অভ্যস্ত হয়ে যায়।

এক্ষেত্রে বাবারাও নিজের মতো করে সন্তানকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করতে পারেন। কয়েকটি সহজ কাজ করলে একদিকে যেমন মায়েদের সাহায্য হবে অন্যদিকে আবার বন্ধুত্ব হবে শিশুর সঙ্গেও।

কি সে কাজ?

১) শিশুকে কোলে নিয়ে ঘরের মধ্যেই হেঁটে বেড়ান। বাবার স্পর্শের সঙ্গে এভাবেই অভ্যস্ত হবে শিশুটি।

২) মাঝেমধ্যে খাওয়ানোর দায়িত্ব নিন। যিনি খাইয়ে দেন, তার ওপরে নির্ভর করতে শেখে শিশু।

৩) শিশুকে সামনে নিয়ে গান করুন বা কথা বলুন। এতে বাবার গলার স্বরের সঙ্গেও পরিচিত হবে সে।

আচ্ছা কাজগুলো কি কঠিন। একেবারেই নয়। সদ্য বাবা হওয়া যে কেউ নিজের আনন্দের জন্য খুব সহজেই কাজগুলো করতে পারেন। এসব কাজ করলে শিশুরা জ্ঞান হওয়ার আগে থেকেই জানতে পারবে, মায়ের মতো তার বাবাও ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924