চুয়াডাঙ্গায় ভ্যান উল্টে শিশু নিহত
বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার হাতিভাঙ্গা মাঝেরপাড়া মাঠের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু হাতিভাঙ্গা গ্রামের রহম আলির ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাতিভাঙ্গা গ্রামের রাজ ভ্যানগাড়ি নিয়ে তার বন্ধু ইয়াসিনের সঙ্গে বেড়াতে যায়। হাতিভাঙ্গা মাঝেরপাড়া মাঠের মাঝখানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান উল্টে যায়। এতে ইয়াসিন গুরুতর আহত হয়। স্থানীয়রা ইয়াসিনকে উদ্ধার করে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা অবনতি দেখে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রের্ফাড করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই বন্ধু খেলা করতে গিয়ে ভ্যান উল্টে ইয়াসিন নামের এক শিশু মারা গিয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।’