গ্রেনেড নিয়ে খেলার সময় বিস্ফোরণ, ৫ শিশু নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় ক্যামেরন সীমান্তবর্তী শহর নগালার উপকণ্ঠে গ্রেনেড বিস্ফোরণে পাঁচ শিশু নিহত হয়েছে। তারা অব্যবহৃত ওই গ্রেনেড নিয়ে খেলা করছিল। শুক্রবার (১৩ আগস্ট) মিলিশিয়া বাহিনীর সদস্যরা একথা জানিয়েছেন বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

জিহাদি বিরোধী মিলিশিয়াম্যান উমর কাচাল্লা বলেন, ‘এ শহরের উপকণ্ঠে একটি মাঠে একত্রে চলার সময় ওই পাঁচ শিশু গ্রেনেডটি পায় এবং তা নিয়ে তারা খেলা করার সময় দুর্ঘটনাবশত তাদের হাতেই এটির বিস্ফোরণ ঘটে।’

তিনি বলেন, ‘এদের মধ্যে দু’জন ঘটনাস্থলে এবং অপর তিনজন ক্যামেরনের মাদাতে একটি হাসপাতালে মারা যায়।’ অপর মিলিশিয়াম্যান ওমর আরি এ ঘটনায় একই সংখ্যক শিশু মারা যাওয়ার কথা জানান। বৃহস্পতিবার সেখানে এ গ্রেনেড বিস্ফোরণের ঘটনা ঘটে।

২০১৪ সালের আগস্টে বোকো হারাম জিহাদি গ্রুপ বাণিজ্যিক কেন্দ্র গাম্বোরুর পাশাপাশি নগালা শহরও দখল করে। কানাডা বাহিনীর সহযোগিতায় নাইজেরিয়ার সৈন্যরা কয়েক মাস লড়াইয়ের পর ২০১৫ সালের সেপ্টেম্বরে পুনরায় এ দুই শহরের নিয়ন্ত্রণ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *