শিশুদের জন্যে ফাইজার-বায়োএনটেক অনুমোদন চাইলো ভ্যাকসিনের

মার্কিন ফাইজার ও জার্মানির বায়োএনটেক ওষুধ কোম্পানি ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন চেয়েছে। এ জন্য ইউরোপীয় ড্রাগ নিয়ন্ত্রকের কাছে একটি আবেদন জমা দিয়েছে। অনুমোদন পেলে, ইউরোপের কম বয়সী ও কম ঝুঁকিতে থাকা এই জনগোষ্ঠী করোনা ভ্যাকসিন নিতে পারবে। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

ফাইজার-বায়োএনটেক শুক্রবার এক বিবৃতিতে জানায়, ইউরোপীয় মেডিসিন এজেন্সির কাছে যে আবেদন করা হয়েছে তাতে ২ হাজারেরও বেশি ১২ থেকে ১৫ বছরের শিশুদের ওপর ভ্যাকসিন পরীক্ষার সম্পূর্ণ তথ্য রয়েছে। এই পরীক্ষাটি উচ্চ প্রযুক্তির ব্যবহারে করা হয়েছে। যার মধ্যমে ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর বলে প্রমাণিত হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যে সব কিশোর-কিশোরীদের ওপর এই ভ্যাকসিনের ট্রায়াল হয়েছে তাদের পরবর্তী দুবছর নজর রাখা হবে। তাদের ওপর ভ্যাকসিনের কোনও ক্ষতিকর প্রভাব পড়েছে কিনা তা নজর রাখা হবে।

এর আগে, ফাইজার-বায়োএনটেক যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ-এর কাছে ভ্যাকসিন ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করেছিল। তারা জানিয়েছিল ১২-১৫ বছর বয়সীদের জন্য তাদের ভ্যাকসিন জরুরি ব্যবহারের অনুমতি দেওয়া উচিত।

শিশুদের জন্য এই ভ্যাকসিন অনুমোদিত হতে পারে এমন খবর প্রকাশের পর জার্মানির স্বাস্থ্যমন্ত্রী জেনস স্পেন স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এই ভ্যাকসিনটি অনুমোদন দিলে প্রয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আসবে।

ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিন গত বছর ডিসেম্বরে ইউরোপীয় মেডিসিন্স এজেন্সির অনুমোদন পায়। তখন এটি ইউরোপীয় ইউনিয়নের ১৬ বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য অনুমোদন পেয়েছিল।

বিডি চাইল্ড/ এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924