করোনায় স্পেনের ২৭ হাজার চিকিৎসাকর্মী আক্রান্ত

স্পেনের ২৭ হাজারেরও বেশি চিকিৎসাকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির জরুরি সমন্বয় কেন্দ্রের পরিচালক এই তথ্য জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম এনবিসিনিউজ এই খবর জানিয়েছে। এদিকে লকডাউন শিথিলের পর দেশটিতে আক্রান্তের হার বাড়তে শুরু করেছে। 

করোনাভাইরাসের মহামারিতে ইউরোপে আক্রান্ত দেশগুলোর অন্যতম স্পেন। বুধবার পর্যন্ত দেশটিতে মোট এক লাখ ৭৭ হাজার ৬৩৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১৮ হাজার ৫৭৯ জন। যুক্তরাষ্ট্র ও ইতালির পর এটাই সর্বোচ্চ সংখ্যা। বুধবার স্পেনের জরুরি সমন্বয় কেন্দ্রের পরিচালক ফার্নান্দো সাইমন জানান, মহামারি মোকাবিলা করতে গিয়ে বহু সংখ্যক চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট বিভিন্ন কর্মী আক্রান্ত হয়েছেন। এদের বেশিরভাগই সুস্থ হয়ে আবারও কাজে যোগ দিয়েছেন বলে জানান তিনি।
গত সপ্তহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়ে বলেছিল, সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা সামান্য কম দেখে কোনো দেশ যদি বিধিনিষেধ তুলে নেয়, তাহলে ভাইরাসটির আরও ভয়ংকর আকার ধারণ করতে পারে। অবকাঠামো শিল্প ও কারখানাগুলো সচল করতে প্রায় এক মাসের বেশি সময় লকডাউন থাকার পর সোমবার শিথিল করে স্পেন। পরে বুধবারের দেওয়া তথ্য অনুযায়ী আগের ২৪ ঘণ্টায় স্পেনে নতুন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১০০ জন বেড়েছে বলে জানিয়েছে বিবিসি। তবে নতুন আক্রান্তের সংখ্যা বাড়লেও ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমেছে স্পেনে। এদিন ৫২৩ জন কোভিড-১৯ রোগীর মৃত্যু ঘটেছে দেশটিতে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পার্লামেন্টে বক্তৃতায় হতাশা নিয়ে বলেন, করোনা ভাইরাসের টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা দেখছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924