২ লাখ শিশু নিখোঁজের দাবি জেলেনস্কির
ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর প্রায় ২ লাখ শিশু নিখোঁজ হয়েছে। এমন দাবি করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা জানি না, কোথায় আছে এই ২ লাখ শিশু।’
বৃহস্পতিবার বলকান অঞ্চলের দেশ বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় সফরে যান জেলেনস্কি। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘নিখোঁজদের মধ্যে অনেকে নির্বাসিত, কেউ কেউ রুশ দখলকৃত অঞ্চলে রয়েছে। আমরা জানি না তাদের কে কে বেঁচে আছে।’
ইউক্রেনে হামলা শুরুর পর অনেক শিশুকে জোরপূর্বক এবং বেআইনিভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে মস্কোর বিরুদ্ধে। কিন্তু এ বিষয়ে মুখ খোলেনি পুতিন প্রশাসন। কথিত জোরপূর্বক নির্বাসনের দায়ে গত মার্চ মাসে প্রেসিডেন্ট পুতিন এবং তার শিশু অধিকার কমিশনার মারিয়া লভোভা বেলোভার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।
অভিযোগ রয়েছে, অনেক শিশুকে রাশিয়ার পরিবারের কাছে দত্তক দেওয়া হয়েছে। ইউক্রেনীয় শিশুদের ১৯টি ভিন্ন রুশ অঞ্চলের প্রতিষ্ঠান ও অন্য পরিবারের কাছে পাঠানো হয়। এর মধ্যে সাইবেরিয়ার নভোসিবিরস্ক, ওমস্ক, টিউমেন অঞ্চল এবং আর্কটিকের মুরমানস্ক রয়েছে। ২০২২ সালে ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে চলছে ভয়াবহ যুদ্ধ। এখন পর্যন্ত শিশুসহ হাজার হাজার বেসামরিক নাগরিক প্রাণ গেছে রাশিয়ার হামলায়।