২০ টাকায় গাছ
গ্রিন লাইফ সোসাইটির উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে “২০ টাকায় গাছ”। বাহারী গাছ নিয়ে আয়োজন করা হচ্ছে এই ইভেন্টটি। যেখানে মাত্র ২০ টাকায় পাওয়া যাবে ৭০+ প্রজাতির গাছ। বৃক্ষপ্রেমীরা এখান থেকে আপনার গাছটি খুবই সহজে মাত্র ২০ টাকায় কিনতে পারবেন। গাছ আমাদের বন্ধু তাই আমরা বেশি বেশি গাছ লাগাই আর পরিবেশকে বাঁচাই।
আগামী ১২-০৮-২০২৩ ইং হতে ১৪-০৮-২০২৩ ইং পর্যন্ত অনুষ্ঠিত হবে এই গাছের ইভেন্টটি।
ইভেন্ট লোকেশন: দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, শনির আখড়া, ঢাকা।
যেসব গাছ পাওয়া যাবে
ফুল গাছ:
১।বাগান বিলাস,২।বেলি,৩।রক্ত জবা,৪।হাসনা হেনা,৫।গন্ধরাজ,৬।চায়না টগর,৭।দেশি গোলাপ,৮।ল্যান্টেনা,৯।বুতাম ফুল,
১০।পুর্তুলিকা,১১।মর্নিং গ্লোরি,১২।রজনী গন্ধা,১৩।আলমন্ডা,১৪।মাধবীলতা,১৫।রেইন লিলি,১৬।অপরাজিতা,১৭।পানিকা,
১৮।ব্লু ডেইজি,১৯।কুঞ্জলতা,২০।ওয়াটার লিলি,২১।সাদা জবা,২২।নয়ন তারা,২৩।শিউলি,২৪।কামিনী,২৫।জুই,২৬।মিনি অলকানন্দা,২৭।পার্পেল হার্ট,২৮।কাটামুকুট ইত্যাদি
১. ড্রগন,২. মালভেরি,৩. কমলালেবু,৪. মালটা,৫. থাই পেয়ারা,৬. থাই আতা,৭. থাই জাম্বুরা,৮. থাই কদবেল,৯. থাই সফেদা,
সহযোগিতায় : Bangladesh national nursery বাংলাদেশ ন্যাশনাল নার্সারি