শিশু মেলায় শিশুদের আনন্দ
ঈদুল ফিতর উদযাপনের রেশ এখনও রয়ে গেছে। আর এ সময়ে বিনোদন কেন্দ্রগুলাতে পরিবারের ছোট সদস্যদের বেড়াতে যাওয়া অন্যতম আকর্ষণীয় বিষয়। ঈদের ছুটিতে শিশুদের অন্যতম একটি বিনোদন কেন্দ্র হচ্ছে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ডিএনসিসি ওন্ডারল্যান্ড। যেখানে শিশুদের জন্য রয়েছে নানা ধরনের শতাধিক রাইডস।
মিরপুর থেকে মেয়েকে নিয়ে শিশু মেলায় আসা মোহাম্মদ আক্কাছ নামে এক বেসরকারি চাকরিজীবী সারাবাংলাকে বলেন, ‘মেয়ে ঘোড়ার রাইডসে চড়ে খুব খুশি হয়েছে। তবে শিশু মেলার ভেতরে উন্মুক্ত জায়গা খুব কম। মেলার ভেতরে কিছুটা ফাঁকা জায়গা থাকলে ভালো হতো।’
শিশু মেলার ইজারাদার ভায়া মিডিয়া বিজনেস সার্ভিস লিমিটেড।
তিনি আরও বলেন, ‘আমরা ১৯৯৪ সাল থেকে শিশু মেলা ঢাকা সিটি করপোরেশনের কাছ থেকে ইজারা নিয়ে পরিচালনা করে আসছি। এই ঈদে শিশুদের জন্য ট্রয় কার এবং ব্যাটারি কার নামে দুটি নতুন রাইড যুক্ত করেছি। শিশু মেলায় নানা ধরনের শতাধিক রাইডস রয়েছে।’
শিশু মেলার প্রবেশ মূল্য: দুই বছরের বেশি বয়সের সবার জন্য শিশু মেলার প্রবেশ মূল্য ১০০ টাকা। আর ভেতরের প্রতিটি রাইডের জন্য প্রতিবার ভ্রমণ মূল্য ৫০ টাকা।
শিশু মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত খোলা থাকে। তবে ঈদের ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত খোলা থাকে।
শিশু মেলার উল্লেখযোগ্য রাইডসমূহ হলো: ম্যারি গো রাউন্ড, চুক চুক ট্রেন, নিনি ট্রেন, নাগরদোলা, হেলিকাপ্টার রাইডস, বাম্পার কার, ড্রাগন রোলার, ব্যাটারিচালিত কার, মটর রাইড, ভাইকিং বোট, ওয়ান্ডার হুইল, প্যারাট্রুপার, ঘোড়ার রাইডস, ইত্যাদি।