শিশু মেলায় শিশুদের আনন্দ

ঈদুল ফিতর উদযাপনের রেশ এখনও রয়ে গেছে। আর এ সময়ে বিনোদন কেন্দ্রগুলাতে পরিবারের ছোট সদস্যদের বেড়াতে যাওয়া অন্যতম আকর্ষণীয় বিষয়। ঈদের ছুটিতে শিশুদের অন্যতম একটি বিনোদন কেন্দ্র হচ্ছে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ডিএনসিসি ওন্ডারল্যান্ড। যেখানে শিশুদের জন্য রয়েছে নানা ধরনের শতাধিক রাইডস।

শুক্রবার (২৯ এপ্রিল) কেরানীগঞ্জ থেকে দুই মেয়েকে নিয়ে শিশু মেলায় বেড়াতে এসেছেন নাসরিন আক্তার বৃষ্টি। তিনি সারাবাংলাকে বলেন, মেয়েরা ম্যারি গো রাউন্ড ও ঘোড়ার রাইডসে চড়ে খুব খুশি। ছোট জায়গা হলেও এখানে অনেক রাইডস রয়েছে। মেয়েদের খুশি দেখে আমারও ভালো লাগছে।

মিরপুর থেকে মেয়েকে নিয়ে শিশু মেলায় আসা মোহাম্মদ আক্কাছ নামে এক বেসরকারি চাকরিজীবী সারাবাংলাকে বলেন, ‘মেয়ে ঘোড়ার রাইডসে চড়ে খুব খুশি হয়েছে। তবে শিশু মেলার ভেতরে উন্মুক্ত জায়গা খুব কম। মেলার ভেতরে কিছুটা ফাঁকা জায়গা থাকলে ভালো হতো।’

ছেলেকে নিয়ে রাজধানীর উত্তরা থেকে শিশু মেলায় এসেছেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘শিশু মেলার রাইডসগুলো ভালোই। তবে ভেতরের রাইডসের মূল্য ৫০ টাকা কিছুটা বেশি হয়ে গেছে। নিম্ন আয়ের মানুষের পক্ষে একাধিক রাইডে চড়া কষ্টকর।’

শিশু মেলার ইজারাদার ভায়া মিডিয়া বিজনেস সার্ভিস লিমিটেড।

শিশু মেলার ব্যাবস্থাপক মো. রাজিবুল চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘এ বছর ঈদের প্রথম দুই-তিন দিন দর্শনার্থীদের ভিড় মোটামুটি ছিল। তবে এখন কিছুটা কমে এসেছে। এখন গড়ে প্রতিদিন ১২০০-১৩০০ দর্শনার্থী শিশু মেলা ভিজিট করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ১৯৯৪ সাল থেকে শিশু মেলা ঢাকা সিটি করপোরেশনের কাছ থেকে ইজারা নিয়ে পরিচালনা করে আসছি। এই ঈদে শিশুদের জন্য ট্রয় কার এবং ব্যাটারি কার নামে দুটি নতুন রাইড যুক্ত করেছি। শিশু মেলায় নানা ধরনের শতাধিক রাইডস রয়েছে।’

ঢাকার অন্যতম এই বিনোদন কেন্দ্র শ্যামলী শিশু মেলা সপ্তাহের সাত দিনই খোলা থাকে। এটি সরকারি বন্ধের সময়ও খোলা থাকে।

শিশু মেলার প্রবেশ মূল্য: দুই বছরের বেশি বয়সের সবার জন্য শিশু মেলার প্রবেশ মূল্য ১০০ টাকা। আর ভেতরের প্রতিটি রাইডের জন্য প্রতিবার ভ্রমণ মূল্য ৫০ টাকা।

শিশু মেলা শ্যামলী সময়সূচি

শিশু মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮.৩০ পর্যন্ত খোলা থাকে। তবে ঈদের ছুটির দিনগুলোতে সকাল ১০টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত খোলা থাকে।

শিশু মেলার উল্লেখযোগ্য রাইডসমূহ হলো: ম্যারি গো রাউন্ড, চুক চুক ট্রেন, নিনি ট্রেন, নাগরদোলা, হেলিকাপ্টার রাইডস, বাম্পার কার, ড্রাগন রোলার, ব্যাটারিচালিত কার, মটর রাইড, ভাইকিং বোট, ওয়ান্ডার হুইল, প্যারাট্রুপার, ঘোড়ার রাইডস, ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *