শিশু নির্যাতনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার
সিলেটের বিয়ানীবাজারে এক শিশুকে (১২) নির্যাতন করার অভিযোগে বুধবার গ্রেপ্তার করা হয়েছে মুজিবুর রহমান বিপ্লব (৫২) নামের ব্যক্তিকে। দুদিন আগে শিশুকে চালডাল দেয়ার কথা বলে ডেকে নিয়ে নির্যাতন করা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে অভিযুক্ত মুজিবুর রহমান বিপ্লব নিজ বাড়িতে ডেকে নেয় শিশুকে। একটি মন্দিরের সেবায়েতের ছেলে শিশুকে চালডাল দেয়ার কথা বলে সেখানে নেয়া হয়েছিল। এরপর শিশুকে নির্যাতনের একপর্যায়ে বিপ্লব কামড়ে শিশুর গালে জখম করে ফেলে। পরে খবর পেয়ে আহত শিশুকে উদ্ধার করেন বাবা-মা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার পর শিশুর মা মঙ্গলবার বিয়ানীবাজার থানায় অভিযোগ দাখিল করেন। প্রাথমিক তদন্তের পর পুলিশ বুধবার বিকেলে পৌরশহরের ওসমানী স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে বিপ্লবকে গ্রেপ্তার করে।
বিয়ানীবাজার থানার ওসি অবনী শংকর কর জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা তদন্ত করা হচ্ছে।