শিশু করোনায় আক্রান্ত হলে বাসায় চিকিৎসা করবেন যেভাবে

কোভিড-১৯ মহামারির দ্বিতীয় ঢেউ চলছে। এসময় অনেক শিশুও করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছেন। তাই শিশুরা করোনাভাইরাসে আক্রান্ত হলে হোম আইসোলেশনে কীভাবে চিকিৎসা করবেন তা ভেবে পিতামাতারা উদ্বিগ্ন।

কোভিড-১৯ সংক্রমণে আক্রান্ত বেশিরভাগ শিশুই হয়তো উপসর্গবিহীন, নয়তো মৃদু উপসর্গ রয়েছে। সাধারণত পরিবারের কোনো সদস্য করোনায় আক্রান্ত হলে অন্য সদস্যরাও কোভিড টেস্ট করে থাকেন- এসময় শিশুদের উপসর্গবিহীন কেস শনাক্ত হয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড পজিটিভ শিশুদের সংক্রমণের তীব্রতার মাত্রা শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসার দিকনির্দেশনা দিয়েছে। হোম আইসোলেশনের ক্ষেত্রে তাদের দিকনির্দেশনায় বলা হয়েছে-

করোনাভাইরাসে সংক্রমিত শিশুর উপসর্গ থাকুক বা না থাকুক, বেশি করে পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করুন। বাইরের প্রক্রিয়াজাত খাবার খাওয়াবেন না, যেমন- বিস্কুট, কেক ও চিপস। পর্যাপ্ত পানি পান করান। মৃদু সংক্রমণের ক্ষেত্রে উপসর্গভিত্তিক চিকিৎসা করতে হবে।

* জ্বর আসলে প্যারাসিটামল সেবন করাতে হবে। ৪-৬ ঘণ্টা পরপর রিপিট করতে পারেন।

* গলা ব্যথা ও কাশি থাকলে গলাকে প্রশান্তি দিতে পারে এমনকিছু করতে হবে, যেমন- লবণপানির গড়গড়া। এক গ্লাস কুসুম গরম পানিতে দুই/তিন চা-চামচ লবণ মিশিয়ে গড়গড়া করাতে পারেন।

* ডায়রিয়া হলে স্যালাইন পানি পান করান। ডাবের পানিও পান করাতে পারেন।

* চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন করাবেন না।

চলমান করোনাভাইরাস মহামারিতে শিশুদের প্রতি বাড়তি খেয়াল রাখা উচিত। প্রতিদিন ২-৩ বার শ্বাসপ্রশ্বাসের হার দেখুন।অক্সিজেন স্যাচুরেশন ও প্রস্রাবের পরিমাণও দেখতে হবে। এসবকিছুর অস্বাভাবিকতা চিকিৎসককে জানাতে হবে। শিশুর কাজকর্মে দুর্বলতা প্রকাশ পেলে, হাত-পা ঠান্ডা হয়ে গেলে, শরীরের কোথাও নীল হলে এবং বুক ভেতরে ঢুকে গেলে একটুও অবহেলা করা যাবে না। ঠোঁট নীল হওয়া ও বুক ভেতরে দেবে যাওয়ার মতো মারাত্মক উপসর্গ দেখামাত্র শিশুকে চিকিৎসকের তত্ত্বাবধানে জরুরি চিকিৎসা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924