শিশুকিশোর মাসিক ফুলকুঁড়ি’র ৩৮৫ তম সাহিত্য সভা সম্পন্ন।
“ফুলকুঁড়িতে লিখি লেখালেখি শিখি” এই স্লোগানকে সামনে রেখে শিশুকিশোর মাসিক ফুলকুঁড়ি’র ৩৮৫ তম সাহিত্য সভা রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ (বাশিকপ )কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। মাসিক ফুলকুঁড়ি’র সহসম্পাদক হুসাইন দিলাওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলামিস্ট, সাংবাদিক, শিশুসাহিত্যিক ও মাসিক ফুলকুঁড়ি সম্পাদক আহমদ মতিউর রহমান, কবি, ছড়াকার ও সাংবাদিক আতিক হেলাল, কবি আফসার নিজাম, মাসিক ফুলকুঁড়ি ব্যবস্থাপনা সম্পাদক হুমায়ুন কবীর, কবি ও সংবাদ পাঠক রবিউল মাশরাফী, রম্য লেখক মোহাম্মদ লিয়াকত আলী, কবি আবুল খায়ের নাঈমুদ্দীন, কবি সরদার আব্বাস উদ্দিন, কবি সাব্বির আহমেদ, ‘বিডিচাইল্ড২৪’ এর নির্বাহী সম্পাদক তাওহিদুল ইসলাম, বিপণন কর্মকর্তা মিনহাজুর রহমান, শিশুসংগঠক ইজাজুল হক মামুন, আশরাফুল ইসলাম, ফাহিমুল ইসলাম, তাওসিফ হাসান সাদ, সৈয়দ আনিসুর রহমান, কবি অসীম ভট্টাচার্য্য, আলমগীর হোছাইন, ওয়াহিদ উল্লাহ প্রমুখ।
প্রানবন্ত এ সভায় লেখা পাঠ, গান, আবৃত্তিতে অংশগ্রহণ করেন কবি ও সাহিত্যিকবৃন্দ।
উল্লেখ্য: ১৯৭৯ সালের মার্চ মাস থেকে শিশুকিশোর মাসিক ফুলকুঁড়ি পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হচ্ছে।