রাজশাহী ফুলকুঁড়ির উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) পালন

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর রাজশাহী মহানগরীর আয়োজনে পবিত্র সিরাতুন্নবী(সা.) উপলক্ষে এসো নবীর গল্প শুনি অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য, রাজশাহী মহানগরীর পরিচালক আব্দুল্লাহ আল মেহেদীর ব্যবস্থাপনায়, শাখা সহকারী পরিচালক হিমেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর উপদেষ্টা মন্ডলীর সহ-সভাপতি অ্যাডভোকেট মজিজুল হক।

অনুষ্ঠানে শিশুরা নাতে রাসূল পরিবেশন করে, এরপর প্রধান অতিথি তার আলোচনায় শিশুদের মাঝে রাসূল(সা.) এর জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরেন। আলোচনা শেষে শিশুরা রাসূল(সা.) এর জীবনের শিক্ষাগুলো নিয়ে আলোচনা করে এরপর অনুষ্ঠিত হয় রাসূল(সা.) এর জীবনীর উপর কুইজ প্রতিযোগিতা। কুইজ প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ১২জনকে পুরষ্কৃত করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *