মোহাম্মদপুরে অগ্নিকাণ্ড: মৃত্যুর কাছে হার মানল দগ্ধ শিশু মোরসালিন
রাজধানীর মোহাম্মদপুরের বাসায় আগুন লেগে বাবা-মায়ের সঙ্গে পুড়ে যাওয়া তিন বছরের শিশু মোরসালিন মারা গেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, মোরসালিনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।
তার বাবা সোহেল রানা (৩৫) ও মা লাবনী আক্তার হাওয়া (২৫) এখনও মৃত্যুর সঙ্গে লড়ছেন।
মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে শুক্রবার রাত পৌনে ৩টায় সোহেল-লাবনীর বাসায় আগুন লাগে। সেখান থেকে উদ্ধার করে দগ্ধ তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
সোহেলের শরীরের ৭৫ শতাংশ ও লাবনীর ৩০ শতাংশ পুড়ে গেছে, তাদের অবস্থাও ভালো নয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, গ্যাস লাইনে ফুটো হয়ে টিনশেড ওই বাসায় গ্যাস জমেছিল। রাতে মশার কয়েল জ্বালানো হলে গ্যাসে আগুন ধরে যায়।