মুক্তিপণ না পেয়ে ৮ বছরের শিশুকে হত্যা
দিনাজপুরের খানসামায় ৮ বছরের শিশু আরিফুজ্জামানের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু আরিফুজ্জামান খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর গ্রামের আতিউর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত ২ ডিসেম্বর বিকালে খানসামা উপজেলার কায়েমপুর মাঠে খেলার সময় একই গ্রামের শরিফুল ইসলাম (২৪) নামে এক যুবক বেড়াতে নিয়ে যাওয়ার নামে ফুসলিয়ে শিশু আরিফুজ্জামানকে বাসায় নিয়ে যায়। এরপর রাত প্রায় ৮টার দিকে মোবাইল ফোনে শিশুর বাবা আতিউরকে তার ছেলেকে অপহরণের কথা বলে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে সে শিশুটিকে বলাৎকার করে এবং চিনে ফেলার ভয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে মাটিতে পুঁতে রাখে।
ঘটনার পরদিন তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জিজ্ঞাসাবাদের জন্য শরিফুলকে আটক করে খানসামা থানা-পুলিশ। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গত রোববার রাত ৯টার দিকে হত্যার কথা স্বীকার করে শরিফুল। পরে শরিফুলের দেওয়া তথ্য অনুযায়ী রোববার রাত সাড়ে ১০টার দিকে শরিফুলের বাড়ির আঙিনা থেকে ওই শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
দিনাজপুরের পুলিশ সুপার ইফতেখার আহমেদ সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে একটি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শরিফুল হত্যার কথা স্বীকার করেছে। আটক শরিফুল ইসলাম খানসামা উপজেলার কায়েমপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।