মানিকগঞ্জে জাগরনী কিশোর ক্লাবের ইফতার সামগ্রী বিতরণ
মানিকগঞ্জে জাগরনী কিশোর ক্লাবের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
গত বুধবার (২১ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ইফতার সামগ্রী বিতরণ করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা ।
জাগরনী কিশোর ক্লাবের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন, জাগরনী কিশোর ক্লাব এর সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক শাহ আলম, যুগ্ম সম্পাদক শেখ সাইম, সাংগঠনিক সম্পাদক রওনক বিন আক্তার, অর্থ সম্পাদক আব্দুল্লাহ ওমর নাসিফ এবং প্রচার সম্পাদক আশরাফুজ্জামান রিফাত প্রমুখ।
অনুষ্ঠানে ২২ জন দুস্থ রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য,“সুপ্ত প্রতিভার দীপ্ত বিকাশ করতে মোরা ভাই সবাই মিলে দিনে রাতে চেষ্টা করে যাই”এই শ্লোগান সামনে নিয়ে ২০১৬ সালে সালে প্রতিষ্ঠিত হয়েছে জাগরনী কিশোর ক্লাব। ক্লাবের ৫ টি বিভাগের মধ্যে অন্যতম একটি বিভাগ সমাজ সেবা বিভাগ ।