মহান বিজয় দিবসে ফুলকুঁড়ি আসরের পঞ্চগড় শাখার বিশুদ্ধ পানি বিতরণ কর্মসূচি পালন

জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে  আয়োজিত ১৬ই ডিসেম্বরের আনুষ্ঠানিক কুচকাওয়াজ, ডিসপ্লে ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, প্রশাসন ও সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ফুলকুঁড়ি আসর পরিচালক মোঃ রাদিয়াত ইসলাম রাজন, সহকারি পরিচালক মোঃ হাবিবুর রহমান (শাওন), সাংস্কৃতিক সম্পাদক অগ্রপথিক মোঃ রাহিমুল ইসলাম হৃদয় সহ অন্যান্য ফুলকুঁড়ির সদস্যরা। পঞ্চগড়ে এই প্রথম কোনো শিশু সংগঠন এ ধরণের উদ্যোগ গ্রহণ করেছে। তাদের এই উদ্যোগকে সবাই আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তারা জানায় আগামীতে তাদের পরিকল্পনা রয়েছে বিশুদ্ধ পানি সরবরাহের ০২টি স্টল দেওয়ার। একটি স্টেডিয়াম মাঠের মধ্যেই যেখান থেকে শিক্ষার্থীরা হাতের কাছেই বিশুদ্ধ পানি পেতে পারে। আরেকটি থাকবে মাঠের বাইরে যেখানে সর্বসাধারণের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে সম্পূর্ণ বিনামূল্যে। ফুলকুঁড়ি আসর পঞ্চগড় শাখার সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান (শাওন) জানান, “এবারের ‌ আয়োজনে আমরা সকলের যে পরিমাণ সহযোগিতা পেয়েছি আশা করছি আগামীতেও সকলের থেকে আরও বেশি সহযোগিতা পাবো। বিশেষ করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন আমাদের আগামীতে এবারের থেকে আরও বেশি সহযোগিতা করেন এবং স্টেডিয়াম এর ভিতরে আমাদের বিনামূল্যে বিশুদ্ধ পানি বিতরণের একটি স্টল দেওয়ার সুযোগ করে দেন। এতে করে শিক্ষার্থীদের পানির পিপাসার কষ্ট অনেকটাই লাঘব হবে বলে আমরা আশা রাখি।”
হাবিবুর শাওন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924