বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মন্দিয়াতা গ্রামে বালতির পানিতে পরে তানজিমা নামে এক বছর বয়সী শিশুর মৃত্যু ঘটেছে।
আজ সোমবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মান্দিয়াতা গ্রামের বাসিন্দা ইউপি সদস্য সাজিনুর মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।
রান্নাঘরে থাকা পানি ভর্তি বালতিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নিহত শিশুর পরিবারের সূত্রে জানা যায়, শিশু তানজিমা আক্তারকে শোবার ঘরে ঘুমন্ত অবস্থায় রেখে পরিবারের সবাই ধানের খলায় কাজে চলে গিয়েছিলেন। পরে শিশুটির ফুফু দুপুর আড়াইটায় বাড়িতে ফিরে শোবার ঘরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর রান্নাঘরের পানি ভর্তি বালতিতে মৃত অবস্থায় দেখতে পায়।
নিহত শিশু তানজিমার দাদা ইউপি সদস্য সাজিনুর মিয়া বলেন, হয়তো বালতির পানিতে খেলা শুরু করেছিল। কোনভাবে মাথা বালতির মধ্যে পরে গেলে আর উঠতে পারেনি। কারণ তানজিমার মাথা বালতির নিচে ও তার পা উপরে পাওয়া গেছে।
তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার বলেন, ইউপি সদস্য সাজিনুর মিয়ার বাড়িতে বালতির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।