প্রধানমন্ত্রীর প্যাকেজ ঘোষণা রবিবার

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের অর্থনীতির ওপর যে বিরূপ প্রভাব পরেছে তা উত্তরণের জন্য বাজেট বরাদ্দ থেকে বিশেষ প্যাকেজ ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রবিবার ( ৫ এপ্রিল) সকাল ১০টায় গণভবনে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ের বিস্তারিত ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ।বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে দেশের অর্থনীতির ওপর বিরূপ প্রভাব উত্তরণের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণার বিষয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এসভায় উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড.আহমেদ কায়কাউস, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় গণভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানাবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924