প্রতিবন্ধী শিশু আক্রান্ত নিয়ে রহস্য

পটিয়ার হাইদগাও ইউনিয়নের ওসমান পাড়ার এক প্রতিবন্ধী শিশু (৬) করোনাভাইরাস আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। রবিবার  নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস উপস্থিতি পাওয়া যায়। তবে শিশু কিভাবে করোনা আক্রান্ত হয়েছে সে ব্যাপারে ধারণা মেলেনি। এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিশুর বাড়ি সংলগ্ন হাইদগাও ইউনিয়নের ১ নং ওয়ার্ড এলাকা লকডাউন ঘোষণা করেছে প্রশাসন।

পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনেশিয়ান দেবাশিষ বড়ুয়া জানান, শনিবার শিশুটির গায়ে জ্বর থাকায় পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রবিবার তার নমুনা সংগ্রহ করে ফৌজদারহাটস্থ ল্যাবে পাঠানো হয়। নমুনা পরীক্ষার প্রতিবেদনে প্রতিবন্ধী শিশুটির করোনা আক্রান্তের বিষয় নিশ্চিত হওয়া গেছে। শিশুর পরিবারের কারও করোনা শনাক্ত হওয়ার তথ্য নেই। আবার নিকট স্বজনদের কেউ প্রবাসী এমন তথ্য জানা যায়নি।

পটিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা  ফারহানা জাহান উপমা বলেন, ’শিশুটির করোনা আক্রান্তের বিষয় নিশ্চিত হয়েছি। তবে কিভাবে ও কার স্পর্শে শিশুটির মাঝে এ ভাইরাস ছড়িয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। আমরা জরুরি ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখছি। এর আগে পর্যন্ত হাইদগাও ইউনিয়নের ১ নং ওয়ার্ড লকডাউন থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924