পাবনার চাটমোহরে বিদ্যুৎস্পর্শে শিশুর মৃত্যু
পাবনার চাটমোহর উপজেলার পৌলানপুর গ্রামে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ইয়ানুর রহমান (৫) নামের এক শিশুর মুত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) সকাল ১০ টার দিকে উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৌলানপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু ইয়ানুর ওই গ্রামের দুলাল হোসেনের ছেলে। সে পৈলানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাক প্রাথমিক (শিশু শ্রেনীর) ছাত্র ছিলো।
পরিবার ও স্থানীয়রা সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ১০ টার দিকে শিশু ইয়ানুর ঘরে গিয়ে বৈদ্যুতিক ফ্যানের সুইচ অন করতে গেলে অসাধনতায়
বিদ্যুতায়িত হয়। বাড়ির সদস্যরা টের পেয়ে তাকে দ্রুত চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মৃত ইয়ানুর জমজ ছেলের একটি। সন্তান হারিয়ে শিশুটির বাবা-মা বাকরুদ্ধ হয়ে পড়েছে।
গুনাইগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রজব আলী বাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।