ঢাকায় শেরেবাংলা নগর বস্তি লকডাউন

ঢাকার শেরেবাংলা নগর এলাকায় মোতাহার বস্তি লকডাউন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)-এর নির্দেশে বস্তিটি লকডাউন করা  হয়েছে। অর্থাৎ ওই বস্তি থেকে কেউ বের হতে পারবেন না এবং বাইরে থেকেও কেউ ঢুকতে পারবেন না।বুধবার (৮ এপ্রিল) বিকালে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।ওসি জানে আলম মুন্সী বলেন, ‘বস্তিতে একজন রোগীর করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। সেখান থেকে যাতে করোনাভাইরাসের সংক্রমণ আশপাশে ছড়িয়ে না পরে সেই সতর্কতা হিসেবে আইইডিসিআর-এর নির্দেশে বস্তিটি লকডাউন করা হয়েছে।’

প্রসঙ্গত, এর আগে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগে প্রবেশ ও বের হওয়া বন্ধ ঘোষণা করে প্রশাসন। এদিকে করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশে মৃত্যু হয়েছে ২০ জনের এবং শনাক্ত হয়েছেন ২১৮ জন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924