জীবননগরে পানি ভেবে এসিড পানে শিশুর মৃত্যু
চুয়াডাঙ্গা জীবননগরে খাবার পানি ভেবে এসিড পান করে মুজাহিদ নামে ৫ বছরের এক শিশু মারা গেছে।
বুধবার সন্ধ্যায় জীবননগরের একটি জুয়েলারি দোকানে এসিড পান করে মুজাহিদ। পরে রাতে সে মারা যায়।
নিহত শিশু মুজাহিদ জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের ইব্রাহিমের ছেলে।
মুজাহিদের পিতা ইব্রাহিম বলেন, বুধবার সন্ধ্যায় ছেলেকে নিয়ে তিনি পারিবারিক কাজে জীবননগর শহরের একটি জুয়েলারি দোকানে আসে। তাদের সবার অগোচরে শিশু মুজাহিদ পানি ভেবে জুয়েলারি দোকানে থাকা এসিড পান করে।
পরবর্তীতে ইব্রাহিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ার জীবননগর হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর শিশু মুজাহিদকে মৃত বলে ঘোষণা করেন।