জামিনে মুক্তি পেল শিশু উন্নয়ন কেন্দ্রের ৯৭ বন্দি

ঈদের আগে জামিনে মুক্তি পেল যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ৯৭ বন্দি। ভার্চুয়াল আদালতের মাধ্যমে তাদের জামিন দেন দেশের বিভিন্ন শিশু-কিশোর আদালতের বিচারক।

গতকাল আদালত থেকে প্রয়োজনীয় কাগজপত্র আসার পর অভিভাবকদের হাতে তাদের তুলে দেয়া হয়। জামিনপ্রাপ্তরা রাজশাহী, রংপুর, বরিশাল ও খুলনা বিভাগের ২৭টি জেলার বাসিন্দা।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের সাইকোস্যোশাল কাউন্সিলর মুশফিকুর রহমান জানান, সুপ্রিম কোর্টের চাইল্ড রাইটস কমিটি ও সমাজ সেবা অধিদফতরের বিশেষ উদ্যোগে তাদের জামিনের ব্যবস্থা করা হয়। আরো কয়েকজন শিশুকেও একইভাবে মুক্তি দেয়ার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924