আহত শিশুর বাবা মো. ইসমাইল প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম নগরে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে এসেছিলেন তাঁরা। চট্টগ্রাম স্টেশন থেকে চট্টলা এক্সপ্রেসে করে ভৈরবে ফিরছিলেন। কিন্তু স্টেশন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পর কদমতলী এলাকায় বাইরে থেকে ছোড়া একটি পাথর এসে তাঁর ছেলের মাথায় লাগে। ট্রেন সঙ্গে সঙ্গে থামেনি, থামে পরবর্তী স্টেশনে। সীতাকুণ্ডের কুমিরা স্টেশন থেকে নামার পর ছেলেকে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।