করোনার কারণে অনেক শিশু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে না: শিক্ষামন্ত্রী
শিক্ষা প্রতিষ্ঠাগুলোতে ক্লাস শুরু হলেও করোনার কারণে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে আসছে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, অনেকের অভিভাবকরা সঙ্কিত আছেন যে, বিদ্যালয়ে পাঠালে তাদের সন্তানরা আবার না করোনা আক্রান্ত হয়ে পরে। এছাড়া অনেক অভিভাবক আছেন আর্থিক অসঙ্গতির কারণে হয়তোবা তাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে চাচ্ছেন না।
শনিবার (৩০ অক্টোবর) চাঁদপুর লেডি প্রতিমা মিত্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী সস্প্রসারণ, পৌর শহিদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা বিশিষ্ট ভবনের কাজের ভিত্তি ফলক উন্মোচন এবং ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, আবার করোনাকালীন সময়ে অনেকের বাল্য বিবাহ হয়ে গেছে। তবে আমরা এবং শিক্ষকবৃন্দ সর্বাত্মকভাবে এইসব ঝড়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা আশা করছি করোনা পরিস্থিতি আরও স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিত শতভাগ নিশ্চিত হবে।
এসময় শিক্ষামন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন চৌধুরী, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ দলীয় নেতাকর্মীবৃন্দ।