এপ্রিলে ১৫ হাজারের বেশি পাকিস্তানি শিশু করোনা আক্রান্ত
পাকিস্তান জুড়ে শুধু এপ্রিল মাসেই এক থেকে ২০ বছর বয়সী ১৫ হাজারের বেশি শিশু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটি মহামারির তৃতীয় ঢেউয়ের সঙ্গে লড়াই করছে।
তুরস্কের প্রচার মাধ্যম জানিয়েছে, আক্রান্তদের মধ্যে ১৯ শিশু প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে ছয় জনের বয়স এক থেকে ১০ বছরের মধ্যে।
আক্রান্ত ১৫ হাজার শিশুর মধ্যে প্রায় ৩ হাজার শিশুর বয়স এক থেকে ১০ বছরের মধ্যে, আর বাকিদের বয়স ১১ থেকে ২০ বছরের মধ্যে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২০ সালের মার্চ মাসে মহামারি শুরু হওয়ার পর থেকে সারা দেশে এ পর্যন্ত একই বয়সের মোট ৯৩ হাজার শিশু সংক্রামিত হয়েছে।
২১০ মিলিয়নেরও বেশি জনসংখ্যার দেশটি এখনও পর্যন্ত ২ মিলিয়নের কিছু বেশি লোককে টিকা দিতে পেরেছে।