আরো ২ জন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আইসোলেশনে
আরো ২ জন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছে। আর জেলায় এখনো হোম কোয়ারেন্টিনে আছে ৮৭১ জন ।শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী।এদিকে চট্টগ্রাম নগরীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন সংস্থার লোকেরা কাজ করছে ।চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন জানিয়েছেন, চট্টগ্রামে সামাজিক দূরত্ব নিশ্চিতে বিকেল তিনটা থেকে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সেনাবাহিনী, পুলিশ সদস্যরা নগরীতে কাজ করছে।অপরদিকে, সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে করোনাভাইরাস প্রতিরোধ কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সামাজিক দূরত্ব নিশ্চিতের উপর জোর দেয়া হয়।