জাতীয় সারাদেশ আজিমপুর শিশু মাতৃসদনে চিকিৎসা সামগ্রী বিতরণ জুলাই ২১, ২০২১ বিডিচাইল্ড ০ Comments রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটনসহ আরো ২০টি ক্লাবের সহায়তায় আজিমপুর মাতৃসদনে পুষ্টিবক্স, বিশুদ্ধ পানির ফিল্টার ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি গভর্নর ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকী। উপস্থিত ছিলেন হোসনে আরা বেগম পলি, ডা. ফারজানা জামান, মাহমুদুল হাসান প্রমুখ।