শিশুকে খেলাধুলা করতে দিন

বড়দের কাছে শিশুদের খেলাধুলা ব্যস্ততা ছাড়া আর কিছুই নয়! তারা চায় শিশুরা খেলার বদলে কাজে লাগার মতো কিছু করুক৷ বিশেষজ্ঞদের মতে, শিশুদের জন্য খেলাধুলার চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই৷

শিশুরা সাধারণ জিনিস দিয়েই খেলতে ভালোবাসে, তাদের জন্য সবসময় বিশেষ কোনো খেলনারও প্রয়োজন হয়না৷ যা বড়দের পক্ষে বোঝা অনেক সময় বেশ কঠিন হয়ে যায়৷ বাচ্চারা যখন সোফা বা বিছানার ওপর লাফালাফি করে কিংবা চেয়ার টেবিল দিয়ে খেলে, তা কি কোনো মা-বাবার কাছে ভালো লাগে? তাদের চিন্তা থাকে সখের ফার্নিচারগুলো নষ্ট হয়ে যাবেনা তো?

ওসনাব্রুক বিশ্ববিদ্যালয়ের শিশু শিক্ষাবিদ রেনাটে সিমার বলেন, ‘‘শিশুদের খেলার জন্য আমি সবসময়ই আরো অনেক বেশি জায়গা চাই৷ হ্যাঁ, শিশুকে এমনটা করতে দিন, কারণ শিশুরা এভাবেই খেলার মধ্য দিয়ে তাদের জীবনের ছোট ছোট চাহিদাগুলো মেটানোর প্রস্তুতি নেয়৷’’

শিশু তার আশেপাশের পরিবেশ থেকে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়েই প্রকৃতির নানা নিয়ম কানুন শেখে৷ একটি বল যেমন পানিতে ভাসে আর পাথর পানিতে ডুবে যায় ঠিক তেমনি নিজে পরীক্ষা করেই তারা এসব শিখতে পারে৷ খেলাধুলা শিশুর চিন্তাভাবনার ক্ষমতাকে সক্রিয় করে তোলে৷ নিজের মতো করে খেলতে দিলেই কেবল শিশুদের বুদ্ধির বিকাশ ঘটতে পারে সঠিকভাবে৷ আর তাই শিশুদের খেলার জন্য ঘরে এবং বাইরে সুযোগ দিতে হবে সন্তানের মা-বাবাকেই, বিশেষ করে শহরগুলোতে৷

অনেক মা-বাবা সন্তানকে বাইরে খেলতে দিতে ভয় পায়, যা হয়তো অনেকক্ষেত্রে স্বাভাবিক৷ এমন পরিস্থিতিতে ভয় না পেয়ে শিশুকে সাহস করে ছেড়ে দেওয়া উচিত৷ কারণ বাইরে নানা ধরনের খেলার মধ্য দিয়ে শুধু পরিবেশ আর কৌশল নয় শিশুরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে৷ জানান রেনাটে সিমার যিনি খেলাধুলা বিষয়ক একজন বিশেষজ্ঞও৷ তাছাড়া অন্যদের সাথে বা দলে খেলতে গিয়ে নিয়ম-শৃঙ্খলা শেখে এবং সহনশীল হয়৷ তাছাড়া যেসব শিশু বাইরে খেলাধুলা করে তারা মানসিকভাবে শান্ত থাকে যা লেখাপড়ায় মনোযোগী হতে সহায়তা করে৷

‘‘খেলাধুলা শিশুদের জন্য শুধু কোনোকিছু শেখা, জানা বা পাওয়া নয়৷ শিশুরা কখনো ফিট থাকার জন্যও মাঠে খেলা করে না, তারা মন থেকে স্বেচ্ছায় খেলে,’’ একথা বলেন মনোবিদ থিও টপে৷

তিনি আরো বলেন, ‘‘আমরা বড়রা এই মুহূর্তে কি ঘটছে তা না ভেবে বেশিরভাগ সময় নিজেদের অন্য চিন্তায় মগ্ন রাখি৷ যে কারণে শিশুদের খেলাধুলার বিষয়টি বড়দের পক্ষে বোঝা বেশি কঠিন হয়৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924