বাংলাদেশে সৌদি আরব থেকে ফিরেছেন ৩৬৬ বাংলাদেশি

সৌদি আরব থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৬৬ জন বাংলাদেশি। আকাশ পথে যোগাযোগ বন্ধ হওয়ায় তারা সৌদি আরবে আটকা পড়েছিলেন। বুধবার (১৫ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের নিয়ে  সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটি অবতরণ করে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ সোহেল কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, ৩৬৬ জন বাংলাদেশির মধ্যে ১৩৪ জন ওমরা হজ যাত্রী। বাকিরা প্রবাসী শ্রমিক ও অন্যান্য কাজে সৌদি আরবে গিয়ে আটকে পড়েছিলেন।

হজযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান জানান, ফেরত আসা ব্যক্তিদের আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে পাঠানো হবে।

এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) নেপালের বুদ্ধা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে নেপাল থেকে দেশে আসেন ১৩ বাংলাদেশি। দেশে ফেরার পর ১৩ জনের মধ্যে ১১ জনকে হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে এবং দুজনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924