ফুলকুঁড়ি আসরের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী  উদযাপন করছে। এ উপলক্ষ্যে ফুলকুঁড়ি আসর সারাদেশে স্বাধীনতার গল্প শুনি, মুক্তিযুদ্ধের ছবি আঁকি, পতাকা বিতরণ, মাস্ক বিতরণ, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল ফেস্ট, আলোচনা সভা, সাইকেল র‍্যালি, ফুলকুঁড়ি গেমস, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠান আয়োজন করেছে।

এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক জানান, ফুলকুঁড়ি আসর  সারাদেশে একযোগে বিভিন্ন কর্মসূচি দ্বারা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে। কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনায় শাখাগুলো পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় এ দিবসটি পালন করে।

সংগঠনটির প্রধান পরিচালক অলী ইব্রাহীম স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

সারাদেশে একযোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন

ঢাকা মহানগরী দিশারী : স্বাধীনতার ৫০ বর্ষপুর্তি উপলক্ষ্যে ফুলকুঁড়ি আসর ঢাকা মহানগরী দিশারী শাখা বর্ণাঢ্য সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আসরের সহকারী প্রধান পরিচালক আবরারুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কালচারাল স্কুল সম্পাদক ও কিশোর থিয়েটার পরিচালক শহীদুল্লাহ শহিদ। উক্ত আয়োজনে গান, অভিনয়, আবৃত্তি প্রতিযোগিতা ও ফুলকুঁড়ি গেমসের সাথে ‘৫০ এ স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

ঝিনাইদহ শহর : স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে ঝিনাইদহ শহর শাখা বইপাঠ প্রতিযোগিতার আয়োজন করে। শাখা পরিচালক আবু রায়হানের পরিচালনায় ও সহকারী পরিচালক আবদুল্লাহ ওসামার ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আসরের ফুলমেলা সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ শহর শাখার সাবেক পরিচালক মো. ইব্রাহীম হুসাইন, বিশিষ্ট শিল্পী ও সুরকার মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ঢাকা মহানগরী অভিযাত্রী : ঢাকা মহানগরী অভিযাত্রী শাখায় মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ছড়া পাঠের উৎসব অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য ও শাখা পরিচালক এইচ এম আতিকুজ্জামানের পরিচালনায় ও সহকারী পরিচালক হুসাইন দিলাওয়ার এর ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আসরের সাহিত্য সম্পাদক নাহিদ রুম্মান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সংগঠক আব্দুল আলীম, অগ্রপথিক নাঈম খাঁন, মো. সালাহউদ্দিন, মো. হাবিবুল্লাহ, মাহমুদুল হাসান মাসরুর, অগ্রপথিক রিফাত হোসেন প্রমূখ।

ময়মনসিংহ শহর : ময়মনসিংহ শহর শাখা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বর্ণাঢ্য সাইকেল র‌্যালির আয়োজন করে। শাখা সহকারী পরিচালক মাসুম বিল্লাহ ও মাজহারুল ইসলাম এর ব্যবস্থাপনায় এবং কেন্দ্রীয় কর্মিপরিষদ সদস্য ও শাখা পরিচালক আপেল মাহমুদ রনির পরিচালনায় বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আসরের সমাজসেবা সম্পাদক খন্দকার রবিউল ইসলাম।

কুড়িগ্রাম জেলা : কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল এন্ড কলেজ মাঠে অধ্যক্ষ মো. হারুন অর রশিদের উপস্থিতিতে বাঙ্গালীর স্বাধীনতা এর উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বগুড়া শহর : বগুড়া শহর শাখায় আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ‘ক্রিকেট টুর্নামেন্ট-২০২১’ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া শহর : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়। শাখা সহকারী পরিচালক সানজিদ মাহমুদ সুমন এর ব্যবস্থাপনায় বর্ণাঢ্য র‌্যালি সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা পরিচালক এনামুল হক এবং অন্যান্য সংগঠকবৃন্দ। র‌্যালি শেষে বিভিন্ন খেলার আয়োজন করা হয় এবং খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পরিচালক এনামুল হক।

নোয়াখালী শহর : নোয়াখালী শহর শাখায় ফুলকুঁড়ি আর্ট একাডেমি কর্তৃক আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অতিথি ছিলেন আর্ট একাডেমির সিনিয়র শিক্ষক খবির আহমেদ এবং মো. আলাউদ্দীন আলো। আরো ছিলেন নোয়াখালী শহর শাখার পরিচালক, সহকারী পরিচালকসহ শাখার অন্যান্য সংগঠকবৃন্দ। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

জামালপুর জেলা : স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে জামালপুর শাখা কর্তৃক চমৎকার সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, গায়ক এবং সুরকার জনাব জাহিদুর রহমান সোহেল।

এছাড়াও রাজশাহী মহানগরীর আয়োজনে আসর পরিচালকদের নিয়ে নৌকা ভ্রমণ ও ফুলকুঁড়ি গেমসের আয়োজন করা হয়। রাজশাহী রংধনু বনাম রাজশাহী মহানগরী শাখার প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় রাজশাহী রংধনু বিশাল ব্যবধানে জয়ী হয়। লাকসাম শাখায় স্বাধীনতার আলোচনা সভা, পিরোজপুর জেলা শাখায় সাইকেল র‌্যালির আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924