ঈদের উপহার নিয়ে শিশুদের পাশে ফুলকুঁড়ি আসর

“ঈদের খুশি ছড়িয়ে পড়ুক সকল শিশু অন্তরে” এই স্লোগানকে ধারণ করে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর শিশুকিশোরদের মাঝে ঈদের নতুন পোশাক উপহার দিয়েছে।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, সিরাজগঞ্জ, খুলনা, পঞ্চগড়, গাইবান্ধা, টাঙ্গাইল, জামালপুর, নীলফামারি, চাঁদপুর, জয়পুরহাট, লক্ষীপুর, শরিয়তপুর, বান্দরবান, ঠাকুরগাঁওসহ দেশের নানা স্থানে ঈদের উপহার নিয়ে শিশুদের পাশে দাঁড়ায় জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর। দেশব্যাপী সহস্রাধিকশিশুর হাতে তুলে দেয় ঈদের নতুন পোশাক

উল্লেখ্য, ১৯৭৪ সালে প্রতিষ্ঠা লাভ করার পর থেকেই দেশের সেবায় কাজ করে যাচ্ছে ফুলকুঁড়ি আসর। ২০২৪ সালকে সুবর্ণজয়ন্তীর বছর হিসেবে পালন করছে সংগঠনটি। শিশুদের সেবায় সেবা ব্যাংক নামক বিশেষ প্রকল্প চালু আছে ফুলকুঁড়ি আসরের। যার মাধ্যমে শিশুদের শিক্ষা সেবা, স্বাস্থ্য সেবা, বৃত্তিসেবা ও শিশু বিকাশ কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924