১২ দিনে ৪৭ শিশু করোনায় আক্রান্ত

শিশু অধিকার ফোরামের তথ্যমতে ৯ এপ্রিল থেকে ২০ এপ্রিল—এই ১২ দিনে ৪৭ শিশু করোনায় আক্রান্ত হয়েছে। এ সময় করোনা উপসর্গ নিয়ে ২০ শিশু মারা গেছে। আর দুই শিশু করোনা চিহ্নিত হয়ে মারা গেছে।

শিশু অধিকার ফোরাম বলছে, শুরুতে এতটা আক্রান্ত হবে বলে তারা মনে করেননি। তাই একটু পরেই তারা (৯ এপ্রিল) মনিটরিং শুরু করেন। শিশু অধিকার ফোরামের করোনা সংক্রান্ত তথ্যে দেখা যায়, ছয় মাসের শিশু থেকে ১৭ বছরের ওপরে শিশু আক্রান্ত হয়েছে। লক্ষণ নিয়ে ২০ জন এবং শনাক্ত হয়ে দুই জন মোট ২২ জন শিশু মারা যায়। মোট আক্রান্ত শিশুর সংখ্যা ৪৭।

শিশু অধিকার ফোরামের পরিচালক আবদুছ সহিদ মাহমুদ বলেন, বয়সের শ্রেণি না থাকায় আমরা একটু অসুবিধায় পড়েছি। এখন ও পরে যারা শিশুর করোনা নিয়ে কাজ করবে তারা তথ্য বিপাকে পড়তে পারে। তারা বলছে, ১০ থেকে ২০ বছর, তখন আমরা অনুমান করছি এর মধ্যে শিশু আছে। যখন তারা কাজটা করছে তখন শিশুর বয়সের শ্রেণি করার অনুরোধ করেন তিনি।

তিনি বলেন, পরিবারের বড়োদের থেকে শিশুরা আক্রান্ত হয়। তাই শিশুর আক্রান্ত হওয়ার সঠিক তথ্য বড়োদের আরো সচেতন করবে। আইইডিসিআর শূন্য থেকে ১০ এবং ১০ থেকে ২০ বছর এমনভাবে প্রকাশ করছে। এ বিষয়ে আমরা আইইডিসিআরে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিষয়টি দেখতে পারে। কারণ করোনা আক্রান্ত শিশুদের পুনর্বাসনে কাজ করতেও সমস্যা হবে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাল্টিসেক্ট্ররাল প্রকল্প পরিচালক ড. আবুল হোসেন ইত্তেফাককে বলেন, আর্ন্তজাতিক শিশু অধিকার সনদ সিআরসি, শিশু নীতি ২০১১ এবং শিশু আইন ২০১৩ তে শিশুর বয়স ১৮ পর্যন্ত বলা আছে আর শিশুর স্বার্থ সবার আগে। স্বাস্থ্য অধিদপ্তর শিশুর স্বার্থে শিশু আক্রান্ত বয়সের তালিকা প্রকাশ করতে পারে। তিনি শিশুর করোনা নিয়ে যারা কাজ করছে তাদের অভিযোগ ও পরামর্শ নিয়ে মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলেন।

আর আইইডিসিআর-এর পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা ইত্তেফাককে বলেন, শিশুর আক্রান্তের হার কম বলেই আলাদা করা হয় না। সংখ্যা নির্দিষ্ট করে প্রকাশ করতে কোনো বাধা নেই। প্রয়োজনে করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924