হাজারীবাগে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে অনিক (১০) নামের এক বাক্‌প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে শিশুটির পরিবার জানিয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, আজ দুপুর পৌনে ১২টার দিকে অনিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনিকের মা পারভিন আক্তার বলেন, তাঁর বাবা আবদুর রউফ আজ সকালে বাসায় লিচু কিনে আনেন। লিচু খাওয়ার সময় অনিকের গলায় বিচি আটকে যায়। এ সময় অনিক ছটফট করতে থাকে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়।

অনেক আগেই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে উল্লেখ করে পারভিন আক্তার বলেন, তিনি হাজারীবাগের গজমহল এলাকায় ভাড়া থাকেন। তাঁদের সঙ্গে তাঁর বাবা আবদুর রউফ থাকেন। তাঁদের গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদী উপজেলায়।

আবদুর রউফ হাজারীবাগ এলাকায় চা বিক্রি করেন। তাঁর আয়েই সংসার চলে বলে জানান পারভিন আক্তার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, লিচু খাওয়ার সময় গলায় বিচি আটকে শিশু মৃত্যুর ঘটনা হাজারীবাগ থানা–পুলিশকে জানানো হয়েছে। তারা ঘটনাটি তদন্ত করে দেখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924