সুজি খাওয়াতে গিয়ে প্রাণ গেল শিশুর
শিশুকে জোর করে খাবার খাওয়াতে গিয়ে জাহিদ (৬ মাস) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০নং গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের হোটনি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা তোফায়েল জানান, হাজীগঞ্জ উপজেলার ১০নং গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়নের হোটনি গ্রামের ৬ মাস বয়সী শিশু জাহিদকে তার মা রান্না করা সুজি খাওয়াতে শুরু করেন।
খাওয়ার একপর্যায়ে শিশু জাহিদের শ্বাসনালিতে খাদ্য ঢুকে যায়। এতে তার শ্বাস নিতে সমস্যা হলে দ্রুত তাকে হাজীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শোয়েব আহমদ চিশতী বলেন, শিশুটিকে দুপুরে হাসপাতালের জরুরির বিভাগে নিয়ে আসা হয়; কিন্তু ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।