সারাদেশে করোনা আক্রান্তের ৭৩ শতাংশ ঢাকা বিভাগের

সারা বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৭৭২ জন। এদের মধ্যে প্রায় ৭৩ শতাংশই ঢাকা বিভাগের বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।বুধবার (২২ এপ্রিল) করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি। এছাড়া দেশের ৬৪ জেলার মধ্যে ৫৫ জেলায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে বলেও জানান তিনি।
অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘দেশের ৬৪ জেলার মধ্যে ৫৫ জেলায় করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। ঢাকা শহর এবং ঢাকা বিভাগের মধ্যে আক্রান্তের সংখ্যা অনেক বেশি। আক্রান্ত রোগীর প্রায় ৭৩ শতাংশ ঢাকা বিভাগের। তাদের অর্ধেক হচ্ছে ঢাকা শহরে এবং বাকিরা অন্যান্য জেলায়।’ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জের ব্যাপারে তিনি বিশেষভাবে বলেন, ‘নারায়ণগঞ্জে মোট আক্রান্ত হয়েছেন ৪৯৯ জন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে করোনা শনাক্ত হয়েছেন ৩৬৪ জন। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১৬ জন। নারায়ণগঞ্জে মোট কোয়ারেন্টিনে আছেন ৬৮১ জন, এরমধ্যে ৫৮১ জন কোয়ারেন্টিনমুক্ত হয়েছেন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৮৩ জন।’

বুলেটিনে জানানো হয়, ঢাকা বিভাগের নারায়ণগঞ্জের পর আশঙ্কাজনক অবস্থায় আছে গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা। এদিকে ২২ এপ্রিল পর্যন্ত দেশে করোনাভাইরাসে ১২০ জনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924