সাত শতাংশ শিশু ত্রুটি নিয়ে জন্মাচ্ছে : বিএসএমএমইউয়ের গবেষণা

দেশে প্রতি বছর জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে শারীরিক বিভিন্ন ত্রুটি নিয়ে ভূমিষ্ঠ হচ্ছে শতকরা সাত শতাংশ শিশু। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। মেডিকেল বিশ্ববিদ্যালয়টির নবজাতক বিভাগে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত চিকিৎসা নিতে আসা ১১ হাজার ২৩২ শিশুর ওপর এই গবেষণা চালানো হয়।

আজ রোববার (২ এপ্রিল) দুপুরে বিএসএমএমইউয়ের শহীদ ডা. মিল্টন হলে বিশ্ব জন্মগত ক্রটি দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনার ও আলোচনা সভায় গবেষণা প্রতিবেদনের এ তথ্য জানানো হয়।

বিএসএমএমইউয়ের গবেষণা প্রতিবেদন অনুযায়ী, গত ৮ বছরে মেডিকেল বিশ্ববিদ্যালয়টির নবজাতক বিভাগে শারীরিক বিভিন্ন ক্রটি নিয়ে জন্মগ্রহণ করেছে ৭৮৯ শিশু। এই সংখ্যা গত ৮ বছরে চিকিৎসা নিতে আসা মোট শিশুর সাত দশমিক শূন্য দুই শতাংশ। উন্নত বিশ্বের জন্মগত ক্রটির হারের চেয়ে বাংলাদেশের এই সংখ্যা অনেক বেশি।

সেমিনারে জানানো হয়, বিশ্বব্যাপী জন্মগত ক্রটির হার প্রতি ১০০ জনে তিন থেকে ছয়জন। সারা বিশ্বের মধ্যে দক্ষিণপূর্ব এশিয়ায় জন্মগত ক্রটির হার সবচেয়ে বেশি। প্রতি বছর শুধুমাত্র জন্মগত ক্রটির জন্য জন্মের ২৮ দিনের মধ্যে প্রায় তিন লাখ শিশু মারা যায়। শিশু মৃত্যুর এই হার এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে অনেকাংশে বিরূপ প্রভাব ফেলে।

আলোচনা সভায় জন্মগত ক্রটির হার নির্ণয়, ত্রুটির কারণ, প্রতিরোধমূলক পরিকল্পনার ওপর আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924