সাকিবের ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবনা

 সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক ভক্তের সঙ্গে ক্রিকেট নিয়ে খোলামেলা কথা বলেছেন সাকিব আল হাসান। সেখানে বেশ কিছু প্রশ্নের উত্তরও দিয়েছেন নিষেধাজ্ঞায় থাকা এই ক্রিকেটার। যার মধ্যে ছিল ২০২৩ বিশ্বকাপ নিয়েও প্রশ্ন। ভারতে হতে যাওয়া ওই বিশ্বকাপ নিয়ে সাকিবের মন্তব্য খুবই ইতিবাচক।

২০১৯ বিশ্বকাপে প্রত্যাশা মতো খেলতে পারেনি বাংলাদেশ। তবে ব্যাট-বলে সাকিব ছিলেন অনন্য। নতুন অনেক রেকর্ডের জন্ম দেওয়া এই অলরাউন্ডারের কাছে তিন বছর পরের বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেছিলেন এক ভক্ত। সাকিব বলেছেন, ‘আমাদের বর্তমান দলে খুব বেশি কিছু করার দরকার নেই। যে জিনিসগুলো দরকার সেটা এই দলে আছে। এখন যারা খেলছে তাদের মোটামুটি সব আছে। কিন্তু পরিচর্যার খুব বেশি দরকার। পাশাপাশি যথাযথ প্রস্তুতি দরকার। আমি মনে করি আমরা ভালো দল হয়ে ২০২৩ বিশ্বকাপ খেলতে পারব।’

ভালো করার ব্যাপারে সাকিবের যুক্তি, ‘আইসিসি টুর্নামেন্টে কন্ডিশনে খুব পার্থক্য তৈরি করে না। কারণ উইকেট খুব ভালো থাকে। ব্যাটিং ফ্রেন্ডলি থাকে। যেটা ২০১৫ বিশ্বকাপে ও ২০১৯ বিশ্বকাপে ছিল।’

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে ক্রিকেট দীক্ষা নিয়েছেন সাকিব। শুরুতে পরিবার ছাড়া সময় খারাপ কাটলেও বিকেএসপিতে দারুণ সব অভিজ্ঞতা আছে তার। সেটাই তুলে ধরেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, ‘আমার সব থেকে স্মৃতিময় ও মজার সময় কেটেছে ওখানে (বিকেএসপি)। প্রথম দুই থেকে আড়াই মাস আমার জন্য খুব কঠিন ছিল। পরিবার ছেড়ে একা একা থাকা, নতুন সব মানুষের সঙ্গে…।’

পরে অবশ্য মানিয়ে নিয়েছিলেন, ‘এরপর যেমন কেটেছে, তাতে আমি প্রতিদিন নিয়ে একটা করে বই লিখতে পারব। এত মজাদার ছিল আমার জীবন। এত মজা করেছি যে…। ছুটি দিয়ে দিলে অনূর্ধ্ব-১৪ বা ১৫ খেলে  এসে আমি সোজা বিকেএসপিতে গিয়েছি। যদিও এখন যাওয়া হয় না বেশি।’

আরও একটি অভিজ্ঞতা ভাগাভাগি করেছেন সাকিব। বাবা হওয়ার পর নিজের মধ্যে অনেক পরিবর্তন এসেছে তার, ‘বাবা হওয়ার পর তো অনেক পরিবর্তন এসেছে। হয়তো বাড়তি দায়িত্ব থেকে এটা আসে। এটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। কিন্তু আপনি এটা অনুভব করতে পারবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *