শিশুসাহিত্যে আল মাহমুদের বই
শিশুসাহিত্যে আল মাহমুদের বই
হুসাইন দিলাওয়ার
সোনালী কাবিনের কবি, কথাসাহিত্যিক আল মাহমুদ শিশুকিশোরদের জন্য লিখেছেন মজার মজার ছড়া, গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী। কবি আল মাহমুদ কেবল তার শিশুকিশোর লেখার জন্য পেয়েছেন—
১) শিশু একাডেমি (অগ্রণী ব্যাংক) পুরস্কার।
২) আবুল মুনসুর আহমদ স্মৃতি সাহিত্য পুরস্কার (১৯৮৩)
তার শিশুতোষ ছড়া তুমুল জনপ্রিয় ও পাঠক নন্দিত । যেমন :
দীঘির কথায় উঠলো হেসে
ফুলপাখিরা সব
কাব্য হবে কাব্য
জুড়লো কলরব।
(না-ঘুমানোর দল)
কিংবা
আম্মা বলেন, পড়রে সোনা
আব্বা বলেন, মন দে;
পাঠে আমার মন বসে না
কাঁঠালচাঁপার গন্ধে।
আমার কেবল ইচ্ছে জাগে
নদীর কাছে থাকতে,
বকুল ডালে লুকিয়ে থেকে
পাখির মতো ডাকতে।
(পাখির মত)
শিশুকিশোরদের জন্য আল মাহমুদের লেখা বইগুলো পাঠকের কাছে তুলে ধরা হলো–
১) মোল্লাবাড়ির ছড়া ( ছড়া)
২) পাখির কাছে ফুলের কাছে ( ছড়া)
৩) নির্বাচিত কিশোর কবিতা ( কবিতা)
৪) একটি পাখির লেজ ঝোলা ( ছড়া)
৫) ময়নামতির নেকলেস ( উপন্যাস )
৬) ছায়ার ঢাকা মায়ার পাহাড় ( রূপকথার গল্প)
৭) মরু মূসিকের উপত্যকা ( উপন্যাস )
৮) ফড়িং ধরার গল্প ( গল্প), ইত্যাদি ।
তার শিশুতোষ লেখাগুলো রকমারি, বইবাজার সহ অফ লাইনে পাওয়া যাবে ।