শিশুর যত্নে রমজান

শাবান মাসের ২৯ তারিখ মাগরিব নামাযের পর কোথাও কোনো দেরি না করে দলবেধে নতুন চাঁদ দেখার জন্য দৌড়ে খোলা মাঠের দিকে ছুটে যাওয়ার আনন্দটাই আলাদা। নতুন চাঁদ দেখে ঈদের প্রস্তুতি নয়, বরং শাবান মাস শেষে চাঁদ দেখে পবিত্র রমজান মাস উদযাপনের জন্য চলে শিশু মনের পবিত্র আগ্রহ ও উদ্দীপনা। রমজানের চাঁদ দেখা মাত্রই সংবাদটি পুরো পাড়ায় শিশুদের হৈ হুল্লুড়ের মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। রমজানের চাঁদ দেখার পর অল্পক্ষণের মধ্যেই তারাবীহর নামাযের জন্য ভালোভাবে প্রস্তুতি চলতে থাকে। এশার ফরজ নামাযের পর রমজান মাসে আল্লাহর নৈকট্য লাভের জন্য বিশেষ ভাবে তারাবীহর নামায আদায় করা হয়ে থাকে।

মহান আল্লাহ স্বাধীন, জ্ঞানবান, সক্ষম প্রত্যেক বালেগ মুসলিমের উপর পুরো রমজান মাস রোজা পালন করা ফরজ করেছেন। মানব সৃষ্টির শুরু থেকেই মহান আল্লাহ তাঁর বান্দাদের উপর বিভিন্ন সময় রোজা পালন করা ফরজ করেছিলেন। মুহাম্মদ (সা:) এর উম্মাতের জন্য আল্লাহ প্রতি বছরের একমাস অর্থাৎ রমজান মাস রোজা ফরজ করেছেন।

হে ঈমানদারগণ। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ভাবে তোমাদের পূর্ববতীদের উপর ফরজ করা হয়েছিল। যেন (রোজার মাধ্যমে) তোমরা ত্বাকওয়া অবলম্বন করতে পারো। (সূরা বাকারা : ১৮৩ আয়াত)

বছরের বাকি এগারো মাস যেন রমজান মাসের প্রশিক্ষণের মাধ্যমে সুন্দর ভাবে কাটানো যায়, সেজন্য রমজান মাসের শুরুতেই চমৎকার পরিকল্পনা থাকা প্রয়োজন। শিশুদের সুন্দর পরিবেশে উত্তম প্রশিক্ষণের জন্য রমজান মাস হতে পারে সবচেয়ে সুন্দর ও কার্যকর সময়। রমজান মাসে শিশুদের প্রতি অভিভাবকদের যেসকল বিষয়ে খেয়াল রাখা বা গুরুত্ব দেয়া যেতে পারে :

  • ভোর রাতে প্রতিদিন সাহরী খাওয়ার জন্য শিশুদের ঘুম থেকে উঠানো
  • শিশুদেরকে সকলের সাথে সাহরীতে অংশগ্রহণ করানো
  • সাহরীর সময়ে শিশুদের নিয়ে একসাথে নিয়মিত তাহাজ্জুত নামাজ আদায় করা
  • রমজান মাসেই শিশুদের ফজরের নামাজ পড়ার অভ্যাস করানো
  • শিশুদের তারাবীহর নামায পড়তে উৎসাহ দেয়া এবং একসাথে নামায আদায় করা
  • শিশুদের রমজান মাসের গুরুত্ব বুঝানো এবং সকল মন্দ ও পচা কাজ থেকে বিরত থাকতে উৎসাহ দেয়া
  • শিশুদেরকে প্রতি বছরের পবিত্র রমজান মাস উপলক্ষ্যে একটি ভালো অভ্যাস গড়ে তোলায় উৎসাহ দেয়া এবং একটি মন্দ অভ্যাস পরিহার করতে পরিকল্পনা দেয়া ও পৃষ্ঠপোষকতা করা
  • ইফতার তৈরিতে শিশুরা যেন মা ও পরিবারের অন্যান্য অভিভাবকদের সহযোগিতা করে তার প্রতি খেয়াল রাখা ও ইফতারে কাজ দেয়া
  • শিশুদের রোজা রাখাতে উৎসাহিত করা এবং রোজা ভাঙ্গার জন্য অযথা জোর না করা
  • শিশুদের রোজাসহ ইসলামের প্রাথমিক বিষয়গুলো গুলো শিক্ষা দেয়া
  • কুরআন শিখানো, মুখস্ত করা এবং পড়ার অভ্যাস তৈরি করা, সম্ভব হলে শিশুদের নিয়ে এ বিষয়গুলোতে প্রতিযোগিতার ব্যবস্থা করা
  • পরিবারের সকল দান শিশুদের মাধ্যমে করা
  • শিশুদের নিয়ে ভালো কাজের প্রতিযোগিতার আয়োজন করা
  • ইফতারের পূর্বে নবী রাসূলদের জীবনী বর্ণনা করে তাদের জীবনী হতে শিক্ষা অর্জনে উদ্বুদ্ধ করা
  • শিশুরা যেন গরীর, অসহায়, দু:স্থদের ইফতার করানো এবং তাদের সাহায্য করার ব্যাপারে উৎসাহিত হয় তার জন্য উৎসাহ দেয়া
  • সকলের সাথে ভালো আচরণ করতে শিশুদের উদ্বুদ্ধ করা ও ভালো কাজের সাওয়াব বর্ণনা করা
  • শিশুরা যত বেশি রোজা রাখবে তত বেশি পুরস্কৃত করা
  • শিশুদের ইফতার ও সাহরীতে পুষ্টিকর খাদ্য গ্রহণে উদ্বুদ্ধ করানো
  • শিশুদের সালাম দেয়া এবং তাদের সালামে অভ্যাস গড়ে তোলায় সহযোগিতা করা
  • বড়দের প্রতি শ্রদ্ধাবোধ জাগানো এবং ছোটদের প্রতি স্নেহ-ভালোবাসা সৃষ্টি করা
  • সহপাঠীদের সাথে সুন্দর আচরণ করায় উৎসাহ প্রদান করা
  • পৃথিবীর কোনো মানুষ না জানলে ও মহান আল্লাহ যে সকল বিষয় জানেন এবং দেখছেন সেই অনুভূতি সৃষ্টি করা অর্থাৎ আল্লাহর ভয় জাগিয়ে তোলা
  • লাইলাতুল কদরের রাতের মর্যাদা সম্পর্কে আলোচনা করা এবং রমজানের শেষ দশকে বেশি করে ইবাদত করার প্রতি বেশি মনোযোগী করে তোলা
  • যারা কুরআন পড়তে পারে না তাদেরকে কুরআন পড়া শিখানোর চেষ্টা করা
  • শিশুরা যেন মহান আল্লাহর কাছে দোয়া করতে পারে তা শিখিয়ে দেয়া
  • শিশুদের এ রমজানে মোবাইল গেমস, ইন্টারনেট হতে দূরে রেখে কুরআন ও ইসলামী গল্পের বই পড়ার প্রতি বেশি মনোযোগী করা
  • শিশুদের জান্নাতের প্রতি আকর্ষণ ও জাহান্নামে প্রতি ভয় জাগিয়ে তোলা
  • ভালো কাজের সাওয়াব ও মন্দ কাজের শাস্তি সম্পর্কে সচেতন করা এবং অনুভূতি সৃষ্টি করা

শিশুদের প্রতি বছরের রমজান মাসে সচেতনতামূলক প্রশিক্ষণটি ভবিষ্যৎ সুন্দর জীবন গড়তে সহায়ক হতে পারে। আবার পরিকল্পনা বিহীন শিশুর প্রতি উদাসীন হয়ে রমজানের আনুষ্ঠানিকতা শিশু সুষ্ঠু বিকাশ ভূমিকা রাখবে না। তাই আসুন আমাদের ‍শিশুদের সুষ্ঠু বিকাশে রমজান মাসকে পরিকল্পিতভাবে কাজে লাগাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Warning: Undefined array key 0 in /home/freevec2/bdchild24.com/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924