রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (২৬ এপ্রিল) থেকে তার পেটে প্রচণ্ড ব্যথা এবং বমি হচ্ছে। বর্তমানে তিনি বাসায় চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রিজভীর চিকিৎসা করছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানান।তিনি জানান, দলের স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ছাড়াও অন্যান্য চিকিৎসক তার খোঁজ খবর রাখছেন। রুহুল কবির রিজভী সবার দোয়া কামনা করেছেন।
শায়রুল কবির জানান, ১৯৮৪ সালে এরশাদবিরোধী আন্দোলনে রুহুল কবির রিজভী পেটে গুলিবিদ্ধ হলে গুরুতর রোগে আক্রান্ত হন। তার পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়। পরে তিনি আমেরিকায় অপারেশন করিয়েছিলেন। মাঝে মাঝে তিনি কমপ্লিকেশনে ভোগেন। রুহুল কবির রিজভী এর আগে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। সে সময় তার পেটে প্রচণ্ড ব্যথা এবং বমি হয়েছিল।