রুশ বাহিনীর নতুন হামলায় কিয়েভে ২ শিশু নিহত
ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভে রাতে নতুন এক ক্ষেপণাস্ত্র হামলায় দুই শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক মারা গেছে । এ ছাড়া চারজন আহত হয়েছে।
রাশিয়া ইউক্রেনের রাজধানীতে নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। সাধারণত রাতেই রুশ বাহিনী এসব হামলা চালায়।
নতুন এই হামলায় শহরের পূর্ব ডেসনিয়ানস্কি জেলায় নতুন হতাহতের খবর পাওয়া গেছে। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে নিহত ও আহতদের বিস্তারিত জানা গেছে।
সূত্র : বিবিসি